আগর'পাড়ার রমেন ঘোষ
করে মশকরা, নেই হোশ
লুঙ্গি পরা মস্ত টাক
হাতে ডান্ডা-ফুঁসছে নাক।
ছিলেন সুখের হ্যাডমাস্টার
করতেন সিধা, ধমকে যেথার।
এখন ছুটি, দেড়দুই বছরে
বারান্দায় হেলে রেডিও শুনে।
পিছনে ব্যাটা গেছে না
একটা তেঁতুল গাছ আছে না।
বাচ্চারা এসে চুপি চুপি
ধ্যারে ব্যাটা শুধু নাকে ডাকি।
একের পিঠে আস্তা
নাচতে নাচতে খাস্তা।
নিল ব্যাটার ডান্ডা চুরি
ভাঙছে ঘুম উঠতে দেড়ি।
ঘোষবাবু এখন পস্তায়
ভাঙ্গা পায়ে মচকায়।
পরদিন ব্যাটা সকালে
হোঁচট খেয়ে সজোরে,
সেই ছোকরা দেখতে পেয়ে
চোখের জল আসল চেয়ে।
ছোকরা দিল ডান্ডা
আর করবেনা মন্দা
ঘোশবাবু দিলেন হাস্তি
বকলেন'না শুধু ছিচকি।
একদিন ব্যাটা ডেকে
ছোকরা গুলি সাথে
দিল একগাল খিস্তি
তেঁতুল আচার ছুড়িভর্তি।
ছোকরারা করল'না আর আবদার
করবে'না আর কোনো কারবার
ঘোষবাবু নিলেন সুখের নিদ্রায়
দুপুরের শান্তির মোহ ছায়ায়।