আমরা দুরন্ত,
আমরা ছুটন্ত,
আমরা মানিনা বসন্তের ঘুম
ছুটছি অনবরত।

লঘুচারে শক্তিহীনে করি না শক্তি প্রদর্শন
জরা ঘুচিবে নবীন দৌড়িবে মানিনা অনশন।
লহিব কারে চির বিজারে করিও গুণগান
মোরা ছুটিব তন্দ্রা লুটিব করি না অপমান।
শাক্ত প্রেমী অন্ধ মুনি নয় অন্ধ সোপান
ধর্ম যারে কর্ম তারে বিবিধের বিধান।

ধরাও আগুন,

তাহার স্ফুলিঙ্গে শোধিত করো মোদের হে প্রাণ
কন্ঠ বিজড়িত মুক্ত হস্তে করোগো প্রেম দান।
দেখো কে অপেক্ষারত সিন্ধুর ওপারে
জানিয়ে দিও আমরা ছুটছি এখন দূর দূরান্তে।

ধরো ধরো,

ধরো ধরো সেই মানিক
খুঁড়ে দেখো এই খনি
তাহার নীচে রয়েছে যে হীরে মোতি
রহিয়াছে, রহিয়াছে আরও গভীরে
মোদের ছোঁয়ায় ধন্য হবে তল ভাগটি।

উঠো উঠো,

উঠো উঠো সেই বালিয়ারি
উপরে বসাও ধাত্রী কেতন
চারিদিক বয়ে যে বালুর ঝড়
করিবে কে, করিবে কে সেই মোকাবিলা?
মরুদ্যানে নিয়ে ক্ষান্ত করিব তাহার আচর।

চড় চড়,

চড় চড় দুর্ভেদ্য পর্বত শিনাতে
রুক্ষ শুষ্ক ভগ্ন নড়বড়ে শিখর চূড়ায়ে
ধরাও কম্পন শীতল বুকের শিথিল রস
কে দেখিবে, কে দেখিবে দিগন্তের সেই ধাবিত বাজ?
করবো মোরা নীচে নামিবার উদ্যম উচ্ছ্বাস।

খোলো খোলো,

খোলো খোলো শেকলে বাঁধা জাহাজের দ্বার
যাত্রী উঠিবে হেলিয়া দুলিয়া বাঁধিবে কোলাহল
ভাসিবে দোহারে হৃদয় গোহারে দেখিবে চমক
কে ডুবিবে, কে ডুবিবে রক্তোদ্ধত শীতল জলায়ে
নেই সড়ক নেই জন বিস্তীর্ণ গহ্বরে।

আমরা করিনা ভয়,
মৃত্যুরাজের জ্বলন্ত তরবারি মোতে জড়াবে না সর্পমালা।
মোরা নৈ দধীচি,
ব্যর্থতার হাড়ভাঙা পরিশ্রমে গড়ি উন্মাদ হাড়ের জয়।
মোরা মনিব না,
দুর্বৃত্তের উগ্র মত্তা মোরা সহিব না।

আমরা দুরন্ত,

আমরা মানিনা কোন ভয়
উগ্র মস্তা তীক্ষ্ম চক্ষু করিনা কোনো সংশয়
যারা আসতে চায় আসুক,
   যারা বলতে চায় বলুক,
বিদীর্ণ কন্ঠে কলমের লহুতে গাথব মোদের বিজয়।

আমরা নিতান্ত,

ক্ষুদ্র প্রাণ নিতান্ত বলিয়া করোনা বড় ভুল
মোদের মুখের গ্রাস কারিয়া নিবে এমন নেই উৎসুক।
চর্মকারে কর্মকারে আমরা খুজে পাই জীবন
ধরণীর চিত্ত সবল করিয়াছি ভেবোনা মোরা পর।
মোরা করি যুদ্ধ,
      নিজের হয়ে নিজে করে,
                   হারাবো পরাজয়।

আমরা দুরন্ত,
আমরা ছুটন্ত,
আমরা মানিনা বসন্তের ঘুম
ছুটছি অনবরত।