ছিলাম মোরা এককালে
পৃথিবী যখন প্রতিনিয়ত তার রং বদলাচ্ছে।
আমারও নিজেদের রঙ পালটিয়েছিলাম
অভিযোজনের হাত ধরে
জায়গা করে নিয়েছিলাম বৃহতের মাঝে।
কখনো হয়েছি বিশাল গ্রীবাযুক্ত নিরামিষাশী;
আবার কখনও হয়েছি ক্ষুদ্র ছুটন্ত মাংসাশী।
আমরা কখনও গিয়েছি আকাশে উড়ে-
কখনো বা ডাঙায়
আবার কখনও বা সমুদ্রের জলে মেগলাডনের সাথে।
ছিলাম আমরা যে যার মতো
মনুষ্যের তখন অস্তিত্ব ছিল না।
অন্য জন্তুরা মোদের দেখে পাশ কাটত না।
ছিল তারা তুলনায় অতীব ছোট
সমগ্র পৃথিবী জুড়ে রাজ ছিল মোদের।
একের পর এক মহাদেশে ছড়িয়ে ছিলাম মোরা।
সবকিছু ছিল স্বাভাবিক
তারপর হঠাৎ একদিন!
দূর গগন থেকে দেখা গেল এক বিশাল ধোঁয়াযুক্ত আগুনের ফুলকি।
কে জানত এটাই মোদের শেষ দিন হবে।
সজোরে আঘাত করল পৃথিবীর বুকে।
আঘাতটা ছিল খুব ভীষণ জোরদার।
বিশাল ধোয়ার চাদর ধেয়ে আসল মোদের দিকে।
আকাশটা পুরো ধোঁয়ার চাদরে ঢাকা।
সূর্যের সামান্যটুকু কিরন পৌঁছুল না।
কোনো ছায়া ও অক্সিজেন পেলাম না মোরা।
একে একে সবাই পৃথিবীর বুকে মিলিয়ে গেল।
কেউ টিকল না মোরা।
শুধু অতীব ছোট্ট স্তন্যপায়ীরাই টিকে গেল।
কোটি কোটি বছরের যে স্বাদ
পৃথিবীর বুকে করেছি যে রাজ
ক্ষণিকের ঝটকায় শেষ হয়ে গেল
পৃথিবীর বাইরে থেকে আসা অতিথির ধাক্কায়।
তারপর মোরা ইতিহাস।