মানিকতলায় বিশ্বঘোষ
নামে দরজি, খায় ঘুষ।
নেই দরজা নেই আলো
ধ্যারধ্যারে ফ্যান পড়ে গুড়ো।
দোকান তার চলেনা
ভেংচি দেয় মানে না।
আছে একটা পুরোনো কাচি
কাটে দুহাত পড়ে থাকি।
চলে ঘ্যানঘ্যানে মেশিন
সূচ গাথেনা, ঢোকে শুধু পিন।
করে কর্কশ আওয়াজ
খদ্দের পেলে ধরে কান।
আছে একটা আংটা
তাতে সাজায় কাপড়টা।
ধরে নাকো ছাড়ে না
কাউকে কথা বলে না।
করে শুধু দর কচাকচি
মুখ বাঁধা নেই স্থিতি।