আমি যখন ওকে ডাকি
তখন ওর শব্দ শুনতে পাই
যখন ওর কাছে যাই দেখতে
ওর মা বলে সে তো নাই
আমি বুঝতে পারিনা কিছু
শুধু নীরবে চালাই প্রতিবাদ
ওর বীভৎস শব্দটি কখনো আমার পিছু ছাড়েনি।
যেখানে যাই ওর ডাক ভেসে ওঠে।
দিন রাত খুঁজেছি ওকে
শব্দের তাড়া করে;
পাইনি।
পাইনি ওকে!
মোর পরান সবসময় ছটফট করছে ওকে দেখতে।
শুধু চায় ওর সন্ধান পেতে।
ভরা কোলাহলে কী যেন এক গভীর শূন্যতা
মোর হৃদয়ের গহীন বিদ্ধ হয় একা।
তবু যেন কীসের টানে ওকে পেতে চাই কাছে।
নিশীথের রাতদুপুরে ভেঙে যায় মোর ঘুম
ছুটতে থাকি পাগলের মতো
সোনালি ধানের ক্ষেতে কালো আকাশে,
কখনো শাপলা দিঘির ঘাটে,
সর্বত্রই তার ডাক।
অনেক হোঁচট খেয়েছি আমি
কিন্তু আমি এখন আর হতাশ হইনা।
জানি একদিন আমারও আসবে ডাক ওর আকাশে।
আমার স্বরে আমার ডাকে ও খুঁজে পাবে প্রাণ।
শুধু অপেক্ষায় আছি,
কান পেতে আড়ে শুনছি,
ওর আকাশে
ওর পরানে
ওর হৃদয়ে
যেন সবসময় খুঁজে বেড়াই এক না দেখা সকাল।