"ভগবান" তোমাকে খুঁজেছি বহুবার
দৃঢ় সংকল্প-বিচলিত মন ভবঘুরে,
অস্থির কামনা তোমারি সাধনা প্রতিবারে
তোমারি ছবি, তোমারি মন্দির,
        ফুল বেলপাতা
তোমার সেবায় দিনভর উপোসে
        তোমারি নাম শুধু জপা।
দিয়েছি তিলক, ফেটেছি নারকোল
         রয়েছে তোমার পাষাণ মূর্তি
দিয়েছি বলি, করেছি মান্নত
      তোমার সান্নিধ্য পাব কী ?
তোমারি চরণে অমৃত ঝরায়
          খেয়েছি চরণামৃত
তোমার নামে কেনাবেচা অঢেল জোরে
      জনগণের টাকা আত্মসাত‌।
জেগেছে ভক্তদের ঢল তোমায় চেয়ে
      লাইনের পর লাইন
কারোর হাতে সোনার হার,কারোর হাতে কিছুই নেই
তোমারি ছায়ায় কল্পতরু
           গেরুয়া বৃক্ষরাজি
তাঁহার তলায় গেড়েছে আস্তানা
       ভন্ড সাধুরাজি।
আস্ত পাথরের চাঙর তোলা
        তাহার নামে চাঁদাবাজি
তোমার নামে করছে ব্যবসা
      বোকা বানানোর কারসাজি
তোমার নামে প্রসাদ খেয়ে
           গায়ে ছড়িয়েছে মহামারি
তুমি রয়েছ নিস্তব্ধ সটান
      নেই তোমার দেখা, শুধু ছলনাময়ী।
কী করব তোমাকে নিয়ে আমি
           মোর মুখভার
তোমার পাষাণ মূর্তি নড়ে না যেন
         কোথাকার দেহাবতার।
গিয়েছি দুর্ভেদ্য কৈলাস মন্দির
     ঘুরেছি কেদারনাথের ধাম
পঞ্চবটি শেকড়ে গেথেছি মালা
     কোথায় তুমি, হে মোর নাথ।
কোথাকার ছিন্নমস্তা মা কালী,
    কোথাকার দশভূজা দুর্গা
তোমারি শরণে মোর কেঁদেছে পরাণ,
      মূর্তি যেন আর নড়েনা কিছু-
গলেনা তোমার পাথর মূর্তি,মানতে চায়না পিছু
হুট করে আর বলা যায়না
        মন আমার রুষ্ট
"ভগবান" তোমাকে খুঁজেছি বহুবার
    নেই তোমার কভু অস্তিত্ব।