ওহ রে মোর বংশীবদন
গুটি গুটি পায়ে
এদিক ওদিক ঘুরাফেরি
চারিদিকে খেলা
মা যশোদার হাতে কড়ি
তারি শুধু জ্বালা।
খেলবে লুকোচুরি সাথে পেয়ে
সখাদের সহিত খেলা
ক্লান্ত হয়ে জিড়িয়ে নিয়ে
এখন বিশ্রামের পালা
মা যশোদার পূজোর সময়
উপরের তক্তায় রাখা মাখন
ছোট্টো কানাই ভেলকি সাজাল
তার এটা লাগবে এখন।
করিবে কী আর অবুঝ বালক
নামাতে গিয়ে যেথা
পুরো হাড়িটা ধপাস করে পরে গেল
তার হাতে লাগলোনা যেন
পড়ে রহিল বৃথা।
অবাক মা রেগে গিয়ে যেন রনচন্ডি
মা যশোদা করল অভিমান
দিল তাকে ব্যথা
আর দেবেনা মাখন গোলা
দেবেনা কোনোবারি
মা এর অভিমান ভাঙাতে
কানাইয়ের যেন কতরকমের কারবারি।
পাশে ছিল সেই ছোট্ট বাঁশী
তাহার সেই মধুর সুরে
গগন উত্তোলিত সাদা কালো মেঘরাশি।
সখা সখীরা মাধুরী শুনে এল তেড়ে
মা যশোদাও খুব আপ্লুত
আর ব্যথা দেবো না তারে
সবশেষে অভিমান ভেঙে কানাই চলল ঘরে
মা এর পূজো শেষে দিল মাখন
খেল পেট ভরে।