বাবুই পাখি, বাবুই পাখি,
একটু কাছে এসো না
চিলেকোঠার গা ঘেঁষে,
নতুন বাসা বাধো না।
রয়েছে ক'খান ধ্যারে ইদুর
সরাত করে আসবে যা
আছে একটা তারি হুলো,
ভয়ে পালাবে তা।
যে দেওয়ালের কান নেই,
মুখ নেই, চোখ নেই
নেই অজগরের ভয়
ধপাস করে পড়বে না আর
চকম বেয়ে রয়।
বাবুই পাখি, বাবুই পাখি,
একটু গান গাও না
তোমার সুরের কন্ঠ গেয়ে
পর করে দিও না।
কুড়িয়ে এনে কর জোগাড়
বাসা নতুন সাজাবে
চিকির মিকির করবে উল্লাস
উড়াল দিয়ে বসবে।
বাবুই পাখি, বাবুই পাখি,
ঝড়ে ভেঙে পর না,
তোমার ডাকে জেগে উঠি
ভোরের গানটি ভুলিও না।
|
বাবুই পাখি, বাবুই পাখি,
কোথায় ধেয়ে যেও না
গাছে ধরা আমটি খেয়ে
ফুলের মধু খেও না।
নদীর ঢেউয়ে খেলছে হওয়া
তুমি মাঝি সেজ না
চিলের দেওয়া সেই ফাঁদ
তুমি কেড়ে ফেল না।