তুমি সেই দুই রূপেরি শৃণিত কথা,
ধ্বংসের অবয়ব ভরা ফাগুনে ক্ষুদ্র অলোর ঝলকানি।
বিদিত প্রাণ চিন্ময় সমুখ ধরা চিত্তে
প্রচন্ড শক্তি নিয়ে -
কোথাও যেন খুঁজে বেড়ায় তার উত্তর।
দেখেছে সে উন্মেষ, দুপলকের রাগ রাগিণী
কখনও সুখের অপলক দৃষ্টি
সর্বদা সে ভাসে; দেখে অনিমেষ, বিরহ কাতর জ্বালা।
বুঝেনা সেই কষ্ট
শুধু দেখে তার গড়িয়ে পড়া।
কতটা আবেগ জমা থাকলে সে রেখে যায় তার চিহ্ন।
হয়তো বা মুছে যায় কোথাকার খামখেয়ালীপনায়।
দেখে শুধু করুন প্রলাপ।
কেবলি মৃত শবের পাশে,
ধরা দেয় তার আর্তি।
আগুনের মর্মর সুরে সে যেন কোথায় হারিয়ে যায়।
দেখে না শুধু সে তার, বোঝেনা তার হাঁসি।
সে যেন অন্যরকম সুখের আবহ বায়।
ছলছল আঁখি ভারী তবুও জানিনা কেন বিরহের সুর গায়।
ফেলে যায় তার চিহ্ন
বাতাসের শীতল বুকে নিমেষে মিশে যায়।
হয়তো বা চিরতরে সে মুছে যাবে তার দেখা
আর মাত্রই ফেলে দিয়ে যাবে তার অঙ্গীকার।