আমি যাই বা না যাই
কি করে তা বলি
তোমারি ভূবনে জড়ানো শর্তগুলি যে
কিভাবে তা পূরণ করি।
আশাহত হয়ে মগ্ন চিত্তে
তোমারি আলোর বাণী
যে ধারণ করি
আমিই তা যে করি।

তোমার অপূর্ন আসন যে রয়েছ এখানে
সাথে রয়েছি যে আমি
তোমারি ছিন্ন বীণা বাজেনা আর
কিভাবে সপ্তসুরে যে গাহি
আমিই যে গাহি।

তোমার যাওয়ার তৎমুহূর্তে
জীবনের গোছানো দিনগুলি
সবই যেন হয়ে রয়েছি ত্রাহি।
সবকিছু যেন আঁধারপূর্ণ হয়ে গিয়েছে
হয়ে রয়েছে নিকষকালো।
বাধিনু যে পুষ্পমালা খোঁপায় তোমার।
এরপরেও হয়ে গেলে কাল ই
শুধু যে তুমি ।

জীবনের ক্রমগুলি হয়ে গিয়েছে অধ্যায়বিলীন
কি করে যে তাকে বাধি
জড়ানো সেই অতীত
       দেয়না যেন গীত
শুধু পরে রয়েছে যে একাকী
শুধু একাকী।

আশা ভরিয়ে মন হরিয়ে
ইতিহাস হয়ে গেলে তুমি সখী
তোমারি কাছে মোর একটা প্রশ্ন
কেন বা দিয়ে গেলে মোর অধরা জীবনে;
একঝাঁক রাশি
শুধুই একঝাঁক রাশি।

তুমি নিজের জীবনের অপূর্ন সময়ে
সাথী হয়ে জ্বলেছিলে বাতি
এখন সময়ের ভেলায় তরী ডুবিয়ে
আমি যে এখন শুধু ক্রাহী
শুধুই যে ক্রাহী।