শুনো হে মোর অন্তর্যামী
শ্মশানবাসী হে কালরুদ্র
তোমার চরণে দেই প্রণাম।
তুমি ঘুরে ফিরো শ্মশান চত্বরে
গায়ে ছাই ভস্ম মেখে;
তুমি খাও গাঞ্জার নির্যাস
তা পেয়ে মাতো উল্লাস।
তুমি হে মোর দীনানাথ
ভাঙ সেবনে হও রুদ্রচন্ডাল।
মাতা উমা তোমার খোঁজে
কৈলাস প্রান্তর ভূধর খোজে।
তুমি হে কালভৈরব
ধ্বংসের দেবতা কর নৃত্য
পৃথিবী ভাঙ্গবে আসন্ন মুখে
ত্রিনেত্র দেখছে শকট চাক্ষুসে।
তুমি হে মোর মহাদেব
গলায় রুদ্রাক্ষ জটায় তেজ
গঙ্গাদেবী আসল নেমে
জটা খুলল অশ্রু পড়ে।
ভজন কর হে মোর রামের
ত্রিশূলে স্বর্গ হে মোর মহাপুরমে
দর্শন চাই তোমার সমীপে
কৈলাস কেদার এসেছে নেমে।
তুমি হে কেদারনাথ, হে মোর প্রাণ
তোমার সর্প বিষে দিতে চাই
     জীবন বলিদান।
পরীক্ষা নেও হে কার্তিকে
ত্রিলোক ঘুরে পাচ্ছেনা শেষে
চতুর গনেশ করল প্রদক্ষিণ
পিতা মাতার চারিদিকে লীন।
সমস্ত দেবদেবী করল গীত
অভাগা কার্তিক পৌঁছুল অতীত।
তুমি হে ত্রিলোকনাথ
   তোমার ত্রিশূল দেয় প্রমাণ।
জটায় ধরো গোটা বিশ্ব
   ত্রিনেত্র জ্বলে কাপে সমস্ত
হে মোর প্রভু, হে মোর বিধাতা
    ধরা দেও একটিবার।
তুমি জন্ম,তুমি মুক্তি, তুমি হে মহাবতার।