আজও আমি ভালোবাসি তোমাকে দেখে
দূরে কোথাও যাব আমি তোমার পানে হেঁসে
সময় যেন থমকে গেছে যৌবনের ঘরে
বিষাদ নয়, অবসাদও নয়,
স্পন্দনের কাঠিতে।
সময় ওহায় ভাসছে যেথা
দূর হয়ে আসছে একা
ও,,,,, ,,,,, ,,,,,
,,,,, ,,,,, ,,,,,
নেভেনা সে, ধরেনা সে, শুধু জ্বলছে একা।
সময় এখানে দাড়াও ভিড়ে
তোমাকে খুঁজব আমি একা নীড়ে
তোমার ছাউনি খুঁজে আমি
বসব না সেখানে বৃথা তুমি।
ও তোমার আমি আমার তুমি
মিলেমিশে হেঁসেখানি
আমার সুরে রঙ চড়াবে
দোহাই তোমার আলিঙ্গন ই।
সেখানে জ্বলছে অমরবাতি
আমার সুর গাইছে ক্ষীণ কাশি,
তোমার সুর আমি ধরেছি
সাথী সাথী করে ফিরেছি
ও,,,,, ,,,,, ,,,,,
,,,,, ,,,,, ,,,,,
সেই সাথীর যাবার বেলায়,
ধুকেছি আমি তোমার কাছ ই।
ও বিদায় বেলায় তোমাকে দেখি অশ্রুর সুর ঝরাতে,
চলে যাবে একটু পরে তোমায় যেন লাগছে
দেখো ফিরে একটু হলেও মিশে মিশে
হৃদয় বরণ ভাঙবে তুমি শেষ বিদায় হেঁসে।
(গীতি কবিতা)