সে দিনটা ঠিক কেমন ছিল, কীরকম ছিল ?
ভুলতে পারি না।
তুমি যদি এটাই চাইতে,
তাহলে কেন আসলে?
কেনই বা সেই দিনটা এরকম করলে ?
জলের ন্যায় নরম দুটি স্বপ্ন
দুটি মন,
যা তোমার চাওয়ায় বিকিয়ে গেছে
ভেঙে চুরমার হয়ে গেছে
সেই পাতার গর্ভে
   সেই রাতের করুন স্মৃতি
   আর ধরতে পারছি না।
ছাদনাতলায় আমার স্থান আর সইছে না।
আমার ছোঁয়ায়-
আর তোমার মন ভরে না।
হায়রে এ অভাগা মোর প্রাণ,
যা এতদিন তোমার দ্বারে খটখট করছিল।
বর্বরতার সঙ্গী হয়ে এখন আমাকে জাপটে ধরেছিল।
অপমান কী হয় তা আমাকে চেনালে।
কূলের মান কী, তা সেদিন দেখালে
আহারে, তোমার সেই আঁখি
  আর মেলাতে পারছি না।
নষ্ট রাতে সেই স্মৃতি আমাকে দিয়েছে অভিশাপ
নষ্টনীড়ে আমার স্থান নেই যে আর।