আরে তুমি নাই
   কেন তুমি নাই ?
আমার বাসর রাতে
তুমি পালালে তাই।
পাইনি কোথাও
    ধরেনি কোথাও
তোমার চিঠি পড়ে আমি
  ভোর হলে নাও।
তোমার আঁচলটি ধরে পৌঁছে গেছি
তোমার নূপুর হাতে কত দৌড়েছি
ছিলে মোর জীবনে কালরাত্রিতে
অষ্টপ্রহর পেরিয়ে পারলাম না ধরতে।
    শুধু এখন আমি বসে বসে গাই।
আরে তুমি নাই
   কেন তুমি নাই ?
আমার বাসর রাতে
তুমি পালালে তাই।

তোমার খুঁজে আমি ঘুরেছি
              পাহাড় তরুন
তোমার অভাবে হয়েছে আমার
              জীবন মেরুন।
তোমার ছবি যে পারিনি কভু ভুলতে
তোমার গীত কণ্ঠের মালা
                পারিনি ছুড়তে।
শুধু এখন তাকিয়ে দুবেলা
মোর জীবন হয়েছে মরীচিকা।

তোমার রাঙ্গা হাঁসি যেন উজারবৃত্তি
ভুলিবনা সখী যে, আমি না দুমোখি
তোমায় ছেড়ে যাব না আমি
  ও তোমায় ভুলতে পারব না আমি
তুমি যে আমার অন্তর্যামী।

আরে তুমি নাই
    কেন তুমি নাই ?
আমার বাসর রাতে
তুমি পালালে তাই।
খুঁজেছি তোমাকে
      দোহাই তোমার
একটিবার আসো
ফিরে ফিরে তাই।।
  
(গীতি কবিতা)