হে দিল্লি,
হে নিরামিষাশী,
তোমরা কী করেছ
কাদের ভোট দিয়ে ক্ষমতায় এনেছ।
ওরা বুঝেনা তোমাদের ঘুম,
ওরা বুঝেনা তোমাদের প্রাণ,
শুধু বসে বসে রক্ত চুষবে
করবে তোমাদের কন্যাদের
শ্লীলতাহানি
গোপনে।
ওরা বুঝেনা কোনো রঙ,
ওরা বুঝেনা তোমাদের ভাষা
নির্বিকার দিল্লির অমর বুকে
শুধু দেবে ধোঁয়াশা আর ধোঁয়াশা।
ওরা রাখবেনা তোমাদের ছাপ,
দিল্লির বুকে তোমাদের ইতিহাস
ধীরে ধীরে মুছে দেবে।
হে দিল্লিবাসী
হে নিরামিষাশীরা,
তোমরা জাগো।
ওরা বুঝেনা তোমাদের তান
শুধু বাড়ি বাড়ি গিয়ে করবে বুঝরুকি
তোমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতে
চাইবে তোমাদের ভোট।
কিন্তু জিতে সেরেই করবে অবজ্ঞা
ওদের ক্যাডারদের গোলামি খেটে
অনাহারে মরবে তোমাদের সন্তান।
শুধু কী তোমরা বোকা?
তোমাদের পুরো জাত বোকা।
এইজন্যই বোবা হয়ে লাঠি হাতে
করবে প্রতিবাদ।
ভয়ঙ্কর দিন আসছে, সাবধান।
শূন্য হস্তে তোমাদের দেখে
ওরা চালাবে গুলি,
ভুলিয়ে দেবে ওরা প্রতিবাদের ভাষা;
নিবে টেনে হিঁচড়ে শুধু
কেবল নির্জন রাস্তায় পড়ে থাকবে
তোমাদের লাশ।
জাগো,
হে নিরামিষাশীরা জাগো,
এখনও সময় শেষ হয়নি
মনে নেই তিন দশক আগে,
তোমরা করেছিলে
ওদের ক্ষমতাচ্যূত
তোমাদের দাওয়ায় এখনও আগুন জ্বলছে;
তোমরা ভুলে যেও নাই।
ওদের কাছে আছে শক্তি,
আছে ব্যালট,
আছে প্রশাসন।
তোমরাও যে নও সংখ্যায় কম।
ধরাও আন্নার বাণী,
জাগিয়ে তুলো নিজেকে
নিজেদের দূর্গ-
দখল করতে হবে নিজেকেই।
সম্পদের আহারে দীপ্ত বীণা
বাজাতে হবে তোমাদেরই।
ওরা শুধু চেয়ে দেখবে,
শ্রীলঙ্কার রাজাপাকসের ইঙ্গিত দিয়েছে ওরা।
শুধু তোমাদের মজবুত হাতে
ধরতে হবে নিজেদের,
চিনতে হবে হারিয়ে যাওয়া গৌরব,
দিল্লির লাল কেল্লা তোমাদেরই
পুনরুদ্ধার করতে হবে।
তোমাদের দেখানো পথে হাঁটবে সবই।
আর ভাঙা দূর্গে রয়ে যাবে ওরা
শুধু পড়ে থাকবে তোমাদের ছিনিয়ে নেওয়া সম্পদ।