পরান যখন গোপনে কাদে তোমাকে দেখবার
তোমাকে একটিবার দেখে ধরতাম বারবার।
তোমাকে যে রেখে এসেছি,
সে কবে হল।
মন যে আর সয় না-
তোমাকে দেখতে চায়।
করেছি এক নতুন প্রতিজ্ঞা
তোমাকে আনব ফিরে এটাই শেষ সুবিধা।
মিলনের চেষ্টায় সদা উৎসুক আমি
      তোমাকে পাবার পালা
তুমি রয়েছ এখন সেখানে
   একটিবার দেখার যে পালা।
যাত্রার শুরু সকালবেলায়,
   খামতি নেই কিছু।
সুদূর অভিযানে ঘেরা পথ-
   পাব অনেক কিছু।
শহর থেকে সবে রওনা
তোমাকে পাবার এটা শেষ বাসনায়
দিন সবে ঢলতে শুরু করল
     মনের নিস্তব্ধ কামনায়।
শহর থেকে অনেকটা দূরে এখন-
চারিদিকে শুধু নিস্তব্ধ জঙ্গল,
আঁকাবাঁকা পাহাড়ের মাঝে-
প্রকৃতির সৌন্দর্য যেন চোখ ফুরোয় না।
সামনে বন্যহাতির দল মাঝসড়ক পার হচ্ছে।
আকাশপানে ধনেশপাখি উড়ছে দলেবলে।
রাস্তাটা যেন উচু নীচু-
কোথাও মাঝখানে চ্যাপ্টা।
সামনে ১৯ নং মাইল ফলক চিনিয়ে দিয়েছে-
মোদের গন্তব্যস্থল সামনে যেটা।
বিরাট সাদা শিলবাটা,
তার মধ্যে কালো অক্ষরে খোদাই করা,
একা জঙ্গলের পথে সাবেক একলা হয়ে দাঁড়িয়ে আছে।
তোমার আমার পথের স্বপ্নের দোয়ার যেটা।
এটা বুঝিয়ে দিয়েছে-
১৯ কিঃমিঃ দূর আমাদের জায়গা।
মনে বেজায় খুশির ফোয়ারা;
পুনরায় সঙ্গীবদ্ধ হব আমি
সাথী হয়ে পাশে পেয়েছি ১৯ নং ফাইল ফলককে,
ধরা দিয়েছে যেটা।
না ভূলাবার সেই অভিযান-
ছিল না ফেরারী মনের অভিমান।
তোমাকে নিয়ে চললাম আমি,
  কত আপন করে।
যাবার বেলা হল রাত্রি
   তুমি ছিলে ঘুমে;
১৯ নং মাইল ফলককে আমি দিলাম বিদায়-
হয়তো দেখা হবে মোদের;
যখন আসব আবার সেইদিনের।