তুমি বুঝে গেছ,
বাতাসের গন্ধে তুমি বুঝে গেছ,
স্রোতের টানে তুমি বুঝে গেছ।
সত্যিই তুমি বুঝে গেছ।
তাইতো পল্লীর পথ বেয়ে উঠে এসেছ,
তোমাতে-আমাতে মিলে,হয়েছি আমরা।
রাজপথ,মিছিলের স্লোগান কিংবা গুপ্ত বৈঠকের কামড়া।
চেনা-অচেনা কতগুলো আগ্রাসী মুখ
তুচ্ছ করে সভ্যতার বিষ,চিতিয়ে দিয়েছি বুক।
তুমি বুঝে গেছ,
পাড়ার আড্ডায়,মাঠের প্রান্তে,
কারখানার বদ্ধতায় তুমি বুঝে গেছ,
তুমি বুঝে গেছ-পরিবহনেরর চাকায়
ভাটিয়ালী গানে,মাঝির বৈঠায়,
পড়ার টেবিলে,অফিসের ব্যস্ততায়।
তাইতো জীবনের পথে ফিরে এসেছ,
সত্যিই তুমি বুঝে গেছ।
০১,০২,২০১৭
ক্ষিলক্ষেত, ঢাকা