কৃষক,
ফসল ফলেনি বলে ক্ষুধার চিৎকার,
কীটনাশকের চড়াদাম, বেড়েছে পোকার
উৎপাত।
শ্রমিক,
ন্যায্য মজুরী দাবী জানিয়ে পুলিশের
আঘাত,
ইউনিয়নের কর্মী বলে চাকুরীর ব্যাঘাত।
ছাত্র,
ভর্তি বানিজ্যের মেলা,
মেধাবীর জীবন নিয়ে  খেলা।
পথশিশু,
কুকুর মানুষ একই সাথে নর্দমায় খাবারের
খোঁজে।
নারী,
ধর্ষণের উৎসব
ভেস্তে গেল ইজ্জত।
রিক্সাচালক,
ভাড়ার দর কষাকষি,
চড়, থাপ্পর, ঘুষি।
আমি,
আমাকে নিয়ে ভাবার সময় এখন নয়।
২৫,০৬ ২০১৫
কাঁশর