বসেছে বিভীষিকার দরবার,
চারিদিকে শুধু মৃত্যুর কারবার।
আবার হবে ধর্মঘট,
রক্তাক্ত রাংলার প্রেক্ষাপট।
চারিদিকে শুধু অন্যায়,
ভাসিয়ে দাও দ্রোহের বন্যায়।
শেষ ঠিকানা কাস্তে-হাঁতুড়ি,
রুখতে হবে ছল -চাতুরী।
লাল আর লাল,শুধু লালের ছড়াছড়ি,
বন্ধ হবে বাংলা মায়ের আহাজারি!
১০ জুলাই ২০১৫
গাজীপুর