আমি কি জানতাম,
আমি হেরে যাব।
ধ্বংসস্তুপের উপর দাড়িয়ে,
বিজয় ঘোষনা করতে পারবো না?
বীরত্বের মুকুট টি উৎস্বর্গ করতে পারবো না
তোমাকে।
পরাজয় ই বরন করতে হবে,
পিছু ফিরে তাকাতে জীবনের বাঁকে
তবে কি তুমি আমায় ক্ষমা করবে না!
নাকি অনুসূচনাই আমাকে ঠুকরে ঠুকরে
খাবে!!
আমি কি তাদের দলেই থাকবো,
যারা শুধু নিজের জন্য ভাবে।
না পাওয়ার বেদনায় যারা আপন গন্তব্যকে
করে উদ্দেশ্যহীন!
নাকি ব্যর্থতাকেই পুঁজি করে,
নিজেকে মেলে ধরবো নতুনত্বের ভূবনে।
সৃষ্টি করবো কল্যানমূখী কোন পথ,
যে পথে হেটে মানব সমাজ পৌছাবে স্বীয়
গন্তব্যে।
তবে কি তুমি আমায় ক্ষমা করবে???