স্বাধীনতা খুজেছিলাম তোমাকে,
সবুজ-শ্যামল প্রকৃতির মাঝে।
খুজেছিলাম লাল সবুজের পতাকা তলে।
স্বাধীনতা খুজেছিলাম তোমাকে,
কৃষকের নবান্নে,কৃষাণির গোসলরত অবাধ
পুকুরে।
খুজেছিলাম তোমাকে,
পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তর পত্রের ভাঁজে।
খুজতে বাকি রাখিনি,
স্টেশনের লাইন,আইন ব্যবস্থা ও
আমলাতান্ত্রিকতার মাঝে স্বাধীনতা
খুজেছিলাম তোমাকে,
স্বাস্থ্যসেবার মত জনকল্যান মূলক কাজে,
খুজেছিলাম,নিয়োগপত্রের ভাঁজে।
আরো খুঁজেছিলাম, প্রভাতফেরীর
মিছিল,স্মৃতিসৌধ ও শহীদ মিনারে।
তোমাকে দেখা যায় নি,২৬ মার্চ,১৬
ডিসেম্বরের সভা-সেমিনারে ও।
সবশেষে খুজেছিলাম গত ৫ জানুয়ারি
দেশের পটপরিবর্তনের বিশেষ মুহূর্তে
কই?
কোথাও তো পেলাম না তোমাকে,
আলোতে না হোক অন্ধকারে ও তো দেখা
হল না।
তবে কি তুমি আসনি, না তোমাকে আসতে
দেয়া হয় নি?
দীর্ঘ নয় মাস তোমাকে উৎস্বর্গ করলাম!
তাতেও তুমি সন্তষ্ট হও নি তুমি?
রক্ত দিলাম, জীবন দিলাম,ইজ্জত
হারালাম,
সবইতো তোমার জন্য।
তবে কেন আসলে না তুমি?