মা তুমি কেমন আছ?
আমি ভাল নাইরে! আমি ভাল নাই।
তোরা তো সেই ৭১ চলে গেলি আমাকে ছেড়ে,
তোদের মত সূর্য সন্তানদের আজ বড়ই অভাব।
তোদের মত কোরে আর কেউ ভালবাসেনা আমায়!
বোঝেনা কেউ তোদের মত কোরে।
ওই যে একটা শব্দ 'দ্বেশপ্রেম'!
যেটা জাগিয়েছিলি তোরা,
আজ শুধু সেটা ব্যাবহৃত হচ্ছে।
আজ আমার কোলে শুধু রক্তের হুলিখেলা"
দুস্থ মানুষের আর্তনাদ!
শোষনের ছড়াছড়ি,
আজ শুধু বোমার বিকট শব্দ,
যে শব্দে আমার বুকটা আতকে ওঠে।
উচু নিচুর বিশাল এক ব্যবধান,
উপর তলার ঐ হিংস্র রাক্ষসগুলো সাধারন মানুষকে কুকুরের সমতুল্যও মনে করে না।
আজ শুধু স্বার্থের ছড়াছড়ি।
কি লাভ হল তোদের এই আত্নত্যাগের?
তোরা তো জীবন দিয়ে গেলি আমাকে রক্ষা করার জন্য।
কিন্তু আমি!
আমি তো ভাল নেই!
তোদের স্বপ্ন তো আমি পূরন করতে পারনি,
পারিনি তোদের ভাইদের কে নিরাপদে রাখতে।
আজ আমার সন্তাদের পেটে ভাত নেই,
পরনে কাপড় নেই,
নেই কোন জীবনের নিশ্চয়তা।
ওরা শুধু বেঁচে আছে রে, ওরা শুধু বেচে আছে!
এখনো গড়ে ওঠে নি তোদের স্বপ্নের সোনার বাংলা।
সেই যে ৭১ এর চেতনা
আর নাইরে আর নাই।
এখন শুধু ৭১ শব্দটা আলমারিতে সাজিয়ে রাখা সামগ্রীর মত।
ওটা শুধু বক্তিতার মঞ্চেই স্থান পায়,
হৃদয়ে নয়।
ওই যে একুশের চেতনা,
যেটা জাগিয়েছিলি তোরা,
আজ সেটা শুধু ভাষনের সূচনা।
মা তুমি কেমন আছ?
আমি ভাল নাইরে, আমি ভাল নাই!
তোদের মত সোনার ছেলেরা আজ আর নাই।
যারা আমার জন্য জীবন বাজি রাখতে পারে।
আজ আছে শুধু মুখোশধারী লোভাতুর কিছু শয়তান,
আমাকে বিক্রি করতেও যাদের হৃদয় কাপে না।
ওদের হাত থেকে আমায় রক্ষা কর,
তোরা আবার জেগে ওঠ,
আবার যুদ্ধ কর, বিপ্লব ঘটা,
আমায় রক্ষা কর।
আবার তোরা অস্র ধর,
বিদ্রোহ কর,
আমায় রক্ষা কর।