আজ চৈত্রের শেষ দিন
আকাশে আজ কালো মেঘের মহোৎসব!
আকাশ ঘনিয়ে আসছে কালো মেঘে,
বসন্ত কুমার পা বাড়িয়েছে আপন দেশে।
মেঘবতী!!
কে? কে?
কে যাচ্ছে ও পথ ধরে?
খুব চেনা মনে হচ্ছে! মনে হয় হাজার বছরের চেনা।
বসন্ত কুমার!!
আমি বসন্ত কুমার,
তুমি কে?
আমি মেঘবতী।
ও মেঘবতী?
চিনতে পারো নি আমায়?
আমার রেখে যাওয়া আধমরা পাতা গুলোতে তুমিই তো সবুজের রং ছিটিয়ে দাও!
তোমার কান্নাই তো মাঠ-ঘাট জলে ভেজে,
তোমার কান্নাই তো কৃষকের মুখে হাসি ফোটে,
সবুজের মিছিল তো তোমারই সন্তান।
আমার হাতে বড্ড সময় নেই,
ভালো থেকো মেঘবতী,ভালো থোকো।
আবার দেখা হবে................
বসন্ত কুমার
০৪.০৫.১৮
রাত ১১:৫০
বালিগাঁও