পৃথিবী ছুটছে অপার এক সম্ভাবনা'র দিকে!
আদিগন্ত ছড়িয়ে থাকা ফসলের উপর হাওয়া বয়ে যাচ্ছে,
পৃথিবী কী শান্ত!
গাছে গাছে কদম, কেয়া, কামিনী, মালতী ফুটেছে,
অথচ হতাশা, বিষন্নতা, অবসাদ ও অন্ধকার আমাকে তাড়া করছে!
চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার,
যেতে হবে বহুদুর!
একা, ভয়!!
সোহাগ গাজী
বরিশাল- ঢাকা মহাসড়ক
১৫.০৯.২০২৪