আজ এই সুন্দর প্রভাতের মিষ্টি আলোয়
আমি দেখিয়াছি তাহার ঐ মুখ,
ফুল নয় সে, কুড়ি নয় সে
সে যেন বেচে থাকার একটুখানি সুখ।
তবে,কে সে? কি তার পরিচয়?
সে যেন এক অচেনা দেশের রাজকুমারী
বসন্ত হয়ে এসেছিল এই হৃদয়ে,
শীতের করুন ডাক্তারি মতো
চলে গেছে এই হৃদয়ের ঘণ্টা বাজিয়ে।
বর্ষার এই মুগ্ধ জল ধারার মতো
সে যে এনেছিল মনে জোয়ার,
সবকিছুতেই ভুল হয়ে যায় এখন
একি ভুলো মন হলো আমার।
ঐ দিকে চেয়ে দেখো তুমি
প্রকৃতির আড়ালে-
বাবুই পাখিটি এখনো বাসা বুনছে
দিনের পর দিন তার জনপ্রিয় আশায়
অপেক্ষার প্রহর গুনছে।
আর ঐ দিকে দেখো গভীর বনে-
ঝিঙে ফুলটি এখনো তার কালেই ঝুঁকছে,
ভোরের আলোয় শুকতারা এখন
আপন গতিতে দিগ্বিদিক জ্বলছে।
শুধু আনমনা হয়ে বসে বসে ভাবি
কোথায় হারিয়ে গেলে রেখে আমাকে,
রাতের আকাশের কারাগারগুলো চেয়ে থাকি
খুঁজে পাওয়া যায় নাকি এই তোমাকে।।