তোমার তোমাকে পারিনি ছুঁতে
সমাজে যদি তোমার কলঙ্ক লেগে যায়।
তোমার সামনে অনেক বার গেছি,
তোমাকে ছুঁইব বলে।
তোমার মন্ত্র খানা পাঠ করে
দিয়েছ দূরে ঠেলে।
তোমার তীব্র গভীর হাসি টাকে
তোমার আড় চোখের তাকাতে,
আমি বিস্ময় হয়ে পড়েছি।
তবু আমি ছুঁতে পারি নাই।
উষ্ণ দেহ কেনে কেনে কুড়িয়েছি সুখ
আমাকে খুলেই তুমি চেয়েছো অসুখ,
চেয়েছো কিনারা আগুনের নদী।
কখন হৃদয় ফেলে হৃদপিণ্ড চুইয়ে-
বসে আছি উদাসীন আনন্দ মেলায়।
তোমার তোমাকে আছি ছুঁতে পারি নাই।