বিধাতা মোর নয়নে জানিয়ো যুগের ঘুম-
যমদূত এসে কেনো দিয়ে যায় শেষ চুম।
প্রেয়সী মুখোমুখি করিয়ো না মোরে আর
মায়াবী নয়নে জল____শক্তি নাহি দেখিবার।
হৃদয় উজার করে ভালোবাসিয়াছি তারে-
শতক বাইনা সে কি তাহা বুঝিবার পারে?
বুঝিবে এইতো মোর বিদায়ে আসিলে ক্ষণ-
করিবো বিষাদে যবে__মরণকে আলিঙ্গন।
লোচনে জল-সমুদ্র দেখিবে সকল লোকে-
বলিবে কাঁদিছে দেখো ওই পাগলের শোকে।
দিলো পাড়ি ঐ জগতে অভিমান কতো তার-
সব ছেড়ে খুঁজে নিলো___ঘনঘোর অন্ধকার।