ওমর ফারুক (অভি)

অপেক্ষায় মোর কাটে বেলা হারায় ফেলছি সব
আপেক্ষিক প্রণয়ে শুধুই_____হয় তার অনুভব।
তবে কি জীবনের মানেই  অপূর্ণ-বিষাদ খেলা!
তার আশাতে কাটবে দিন পাবো না সুখের বেলা।

অপূর্ণ-বিষাদে ছেয়ে গেছে জীবনের চারপাশ
মনের গভীরে লুক্কায়িত____বেদনার দীর্ঘশ্বাস।
বিষাদ-মাঝে জীবন এক নাটকীয় বেমানান
সুঠাম দেহ গগনে কেনো__নিহত অমর প্রাণ।
হঠাৎ একদিন হয়তো___সত্যি থামবে জীবন
সময় স্রোতে অপূর্ণ আমি ছাড়িয়া যাবো ভুবন।