সুলতা, বহুদিন পর আজ
তোমার উদ্বেগ-ভরা কোমল হাতের
স্পর্শ পেলাম-
আমার তপ্ত ললাটে
কোমল হাত ছুঁয়ে
তুমি পরখ করে নিলে আমার জ্বরের মাত্রা-
আর তোমার যাদু স্পর্শে
আমি যেন তখন থেকেই
একটু একটু করে আরোগ্য হয়ে উঠলাম।
সুলতা আমাকে তোমার
আঁচল তলে লুকিয়ে ফেলো
তোমার কোমল বুকের উম দাও-
দেখো পথ্যবিহীন কেমন দ্রুত
আমি নিরাময় হয়ে উঠি।
যখন সুস্থ হয়ে উঠার কথা ভাবি
তখন কোন অসুস্থতা ভরা উদ্বেগ
আমাকে পেয়ে বসে-
কেবলই মনে হতে থাকে
আমার সুস্থতা মানে
আরো কটি দিনের তোমার
সুমধুর সান্নিধ্য থেকে বঞ্চিত হওয়া-
তোমার আন্তরিক উদ্বেগ-মিশ্রিত শুশ্রূষা
থেকে আমার অব্যাহতি।
তুমি তো জান না
তুমিহীন সুস্থ জীবনে আমি কতটা অসুস্থ-
তুমি জান না
তোমার সান্নিধ্য সুখের অভাবে
আমি কতটা অসুখী-
তুমিহীন আমার জীবনে
নেমে আসে মৃত্যুহীন মৃত্যু ॥