ও আমার বাংলা মা
জন্মেই আমি তোমায় প্রথম দেখেছি
একান্ত মনে তাই তো আমি তোমায় ভালবেসেছি॥
তোমার মাঠে মা সোনা ফলে
যোগায় অন্ন ক্ষুধার,
তোমার জল পান করে মা
পেয়েছি স্বাদ সুধার-
তোমার কোলে মা হেসে খেলে
দিনে দিনে বেড়ে উঠেছি॥
তুমি যে মা আমার
তাকিয়ে দেখি মুগ্ধ চোখে,
তোমার পরে আঘাত এলে
শত গুণ হয়ে বাজে আমার বুকে।
তোমার তরে যদি মাগো দিতে পারি প্রাণ
নিজেরে আমি মনে করবো ভাগ্যবান।
তোমার বুকে জন্ম নিয়ে
মাগো আমি ধন্য হয়েছি॥
[কবি শফিকুল ইসলাম বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত গীতিকার।]