স্বাধীনতার গান
(কবি শফিকুল রচিত মুক্তিয়ুদ্ধের প্রথম কবিতা)
কবিতায় আর গানে বহুবার
স্বদেশকে নিয়ে কাব্য করা হল সার
বুকের রক্তে লিখবো এবার স্বাধীন বাংলাদেশ ॥
যুগে যুগে কত হায়েনারা হানা দিয়ে এখানে
ফিরে গেছে তারা ব্যর্থ হয়ে
উদ্ধত প্রতিরোধের মুখে মুক্ত রেখেছি স্বদেশ ॥
যখন উদ্ধত অন্যায় অবিচার
স্বদেশের প্রিয় মাটিতে করেছে বাহু বিস্তার
ভালবাসার অহংকারে মোকাবিলা করেছি আপ্রাণ॥
আমাদের চেতনায় চেতনায় এখন
সেই দুঃসাহসের দৃপ্ত প্রতিফলন
আমরা পথে নেমেছি যখন, কে রুখবে এ অগ্রাভিযান ॥
জনতার বাধ ভাঙা জোয়ারে
কাপন জাগাবো কায়েমী স্বার্থের প্রাচীন প্রাচীরে
শোষকের ভিত নড়ে উঠবে এবার ॥
শোষকের হাতে যারা হয়ে বঞ্চিত
মিথ্যে ভাগ্যকে দায়ী করছে প্রতিনিয়ত
তাদেরকে প্রকৃত শত্রু চিনিয়ে দেবো এবার ॥
ঘুমিয়ে আছে যারা তাদের ঘুম ভাঙবো এবার
মানুষের হাতে ফিরেয়ে দেবো হৃত অধিকার-
মুক্ত করবো প্রিয় স্বদেশ আমার বাংলাদেশ ॥