কতদিন পর পুরনো শহরে ফিরেছি-
   বদলে গেছে অনেক কিছু, চেনা-জানা দৃশ্যপট।
     চেনাজানা অনেক মুখই আজ খুঁজে পাই না-
তার মাঝে তুমি ও একজন।
    আহা, সেই চেনা-মুখ কখন ও কি ভোলা যায়-
যে মুখে আমি নিত্যদিন
আমার জীবনের প্রতিচ্ছবি খুজতাম।

                       গলির মুখে তোমাদের সেই ভাড়াটে বাড়িটা
আজ ও ঠায় দাঁড়িয়ে আছে,
শুধু তোমরাই নেই।
শুনেছি এই শহরেই আছো,
তবে কোথায় আছো সঠিক কেউ জানে না।

                         বাড়ী বদলেছ, বদলেছ কি মন ?
আমাকে কি মনে রেখেছ
তোমার অনেক গুণগ্রাহী সম্ভ্রান্ত  
                       অনুরাগীদের মাঝে ?

                         তোমাদের সেই পরিত্যক্ত বাড়ির
আঙিনায় যেয়ে দাড়াই নিঃশব্দে-
বন্ধ দরজায় হাত রাখি,
ইচ্ছে হয় কড়া নাড়ি-
আগের মত নাম ধরে ডাকি সন্তর্পণে
                        সুলতা....সু ;
অজানা আশংকায় হাত ফিরিয়ে নেই,
বন্ধ দরজা খুলে কেউ যদি বলে বসে
                         অজ্ঞতাবশত-
                 সুলতা নেই,
                        সুলতা বলে এখানে কেউ ছিল না।

                         বন্ধ দরজার ওপাশে তুমি আছো
এই বিশ্বাস বুকে নিয়ে ফিরে যাই -
আর এই শহরের অলিগলি চষে বেড়াই
                একটি সেই হারানো প্রিয় মুখের খুঁজে ॥