ভাবাবেশ যদি যথার্থ উল্লেখ হয় ?
সবে তাতে তোমারে ক্ষীণ করে লয় !
তবে কি মনুষ্য"রে অনর্থক কইতে হয় ..?
ধীমান মানুষ পাশ কাটায়-মিছে বলে কে কয় !
যাহারে করিয়াছো বর্ণন-কি করে করিলে যাচাই-
সে মনুষ্য হয় । এ রূপে দেখা গেলেও সবে মানুষ নয় ।
নির্বোধ আমি আমন্ত্রণে ক্লেশ লয়...!
অনুতাপে সুফল - পরিত্রাণে কম কইতে হয়।