শব্দের ছন্দে শব্দ মিলাই ,
কোন এক পরিস্থিতি গাথাই !
সদা চেষ্টায় যদি কবিতা হয়ে যায় ।
আমি কবি নই শব্দ মিলাই । তবে
মিথ্যে কখনো মোর শব্দ সারিতে
না বসাই, এই শব্দের অস্তিত্ব নাই ।
সত্যের খোঁজে আরো আগা"ই -
দুঃখ সত্য সর্বদা সমাপ্তি বানায় ,
আর শুরু করে যায় । এইতো পাই
আমার বাস্তবতায় ।অন্য কোন মানুষ
কি অন্য ভাবে পায় ! পাইতে ও পারে
কি হয় নাই এ দুনিয়ায় । তবে তাহা
মোর জানা দেখা নাই ,স্বল্প সময়ে
কী- বা দেখায় আজব এ জেলখানায়।
কতটুকুই বা আয়ত্ত করার সক্ষমতা
দিয়া পাঠায় চির প্রশংসিত খোদায় ।
সময় এবং পরিধি দুই-ওই সীমিত, কোন
সাধনার লাগি বিরুদ্ধে ষড়যন্ত্র আঁকায় !
কালে কালে দিছে জানায় প্রত্যাবর্তন তো
তারই পানে অন্যত্র রাস্তা নাই । কেমনে পালাই ।
অস্তিত্ব তো পিছুটান দেয় মিথ্যা কেমনে জানাই।
মানুষ হইলে সমর্পণের বিকল্প নাই । খোদ করো
যাচাই সত্তা সমর্পিত কোথায় অস্তিত্ব দিব জানায়।