অপূর্ণতার তিক্ত"তায় পূর্ণ আমি,
এ কেমন ভূবনে কার দ্বারে সমার্পিত জানি !
মানব ভূল ভেবনা তা নয় অর্ধাঙ্গীনি।
এ দুনিয়ায় কি আছে হায়,
সবই প্রকৃতির নির্মম প্রতিকূলতায়,
এ বিষাদ কতই সইবো আর,
ধৈর্য্য এই শব্দই হারাই।
এ নয় ব্যর্থতা কেবলই বিনয়,
সমাপ্তির প্রার্থনা, এ তো ফিরাবার নয় ।
কহে দয়াময় , দুনিয়া কখনো কারো নয়,
তাহা জানিবার লয়, ফরিয়াদ এ হৃদয়।
অপূর্ণতার গ্লানি আর নাহি সয়,
তুলিয়া লও মোরে এ দুনিয়া তয়,
পূর্ণতা দাও তুমি উত্তম সময়।
এ প্রার্থনা করিওনা মনু নাহি যায় বৃথা ,
সময় না ফুরাইলে দুনিয়া ছারি কেবা যায় কোথা ।
সমাপ্তি মানেই শেষ কিন্তু নয় আরো বিশালতা !
ভোগ বাসনা বারনে দেখ অপূর্ণতা কোথা ।