প্রকৃতির জাদুকরী সৃষ্টির
বৈশিষ্ট্যর , বৈচিত্র্যের মুগ্ধতায় ।
ব্যাকুলতার প্রশ্ন দাঁড়ায় ?
স্রষ্টা কে ? কোথায় ? সবই কি হুদাই !
জানা নাই ? মিথ্যে শক্তির নিষেধাজ্ঞায় !
সবে, আছে উচ্ছ্বাসে মাছে যেমন-
স্রোতে উজাইয়া যায় হয়তো শেষ যাত্রা ,
কিংবা পূর্ণ জলরাশিতে পৌঁছায় ।
তাতেও কি পূর্ণতা পায় অনিশ্চয়তা !
শান্তি নাই, যদি কেউ তারে জানায় !
কেইবা থামায় । নিয়মের বাইরে কেউ নাই !
অধীনস্থ হয়েও ওরা নিয়ম বানায় ।
ওরাই প্রকৃত বিভ্রান্তি ছড়ায় ।
মানবের সন্তুষ্টি কোথায় এত পায় !
খনিক বাদেই আরো এগোতে চায় ।
কি আছে স্রোতের বিপরীতে ,যা নাই প্রতিকূলতায় ।
স্বেচ্ছায় মাতোয়ারা ,উজান ভাটির খেলায় ।
আসলে কি চায় মানুষ ..!
পাইবার মোহে শ্রেষ্ঠত্ব ভুলে যায়।