আট কপালে জীবন আমার যথা পরিচয়
বাস্তবতায় চাওয়া পাওয়া সহজ লভ্য নয় ।
    দিয়াছেন সাঁই গড়নে বড়াই
   সপেধন নীল মনি পূর্ণতা নাই ।
    ছুটায়াছো দূরে শুন্যের মাঝারে
    কোন সে জোরে সেও কী দায় ?
    সৃষ্টি করেন সাঁই,  আদৃষ্টের ঠাঁই
কর্মের মাঝে বদ্ধ তাহা মানব মানতে কী চায়!  
ধরনীর পানে তাকায় দেখ অযথা নিছক কিছু নাই ।
  সৃষ্টির মাঝে ক্ষুদ্র মোরা ঘুরছি দিক-বীদিক
     চলতি পথে ক্লান্ত মোরা খুজতে,
      সঠিক হায় !! এ কেমন বৈশ্বিক !
   সৃষ্টির মাঝে ক্ষুদ্র বৃহৎ বৈষম্যের গান
   তাকায় দেখ সহোদরে শ্রেষ্টত্যের মান
সততা আর শ্রম দিয়ে করো সত্যের সন্ধান
        আছে সত্যেরও প্রাণ ।
সৃষ্টির ভিরে হারাইয়া ফিরে সত্যের দরবারে
দুহাত তুলিয়া মোনাজাত করি কবুল করো মোরে ।
স্বরূপ রাখিয়া ধরনীর পানে হও অগ্রসর,
সৃষ্টির এই মোহ-মায়া ত্যাগ দিয়ে সফর ।
জম্মান্তরে চাওয়া পাওয়া বৈকী কিছু নাই ,
নইলে ভাই কোন আশায় এই সফরে যাই ?
চাওয়া পাওয়া শেষ বৈকী তার কিনারা নাই
এই সফরে না গেলে ভাই জম্ম বৃথা যায় ।