নতুন বাংলার ঘ্রান পাই!কি আছে এই বাংলায়।  
    কষ্ট এ জাতির উন্নতি আছে দাসত্ব করে
কার পাছে ,সিন্ডিকেট কে চালায়..! দেশ রক্ষী
গোয়েন্দা ছাড়া কেউ কি তাহা বুঝিতে পায় !
বাংলা কি সত্যিই স্বাধীন..?বিগত কয়শো বছরের ইতিহাস কী তা পায় । এবার যখন সভ্য বাঙালি স্বাধীন স্বাধীন চিল্লায় যদি তাদের জিগায় বলতে
পারবে কি মানুষের স্বাধীনতা কিসে পায়….!
এত এত মানুষ মানুষের মাথা মানুষে খায় ।
ওরা স্বাধীনতা বিচরায়। ব্রিটিশরা তো এত বছরে
এ জাতিরে সভ্য বানায়, গেছে দাসত্ব শিখায় ।
মূর্খ বাঙালি নিজ ভাষা ছেড়ে ইংলিশ, স্পানিশ
জাপানিজ শিখতে দৌড়ায়, নিজ ভাষায়
পূর্ণতা কোথায় । যদিও জানতে ক্ষতি নাই ।
সত্যিকারের বন্দী মোরা পুজিবাদের থাবায় ।
যদি এর থেকে মুক্তি চাই চলো স্বয়ংসম্পূর্ণ বানাই
উর্বর এই পূর্ণ ভূমিকে সবুজে রাঙ্গাই ।গৃহপালিত পশু পাখি দিয়ে ঘর বাড়ি সাজাই, জলাশয় তো আছেই মোদের যদি সবুর করি ভাই মাছের চিন্তা নাই । প্রলাপ এর সময় কোথায় হুট করে নাকি অথৈ জলে পড়ে যাই । তাই খাদ্য নিশ্চিত করতে চাই। যদি সমবন্টন পায় থাকবে এ জাতি রোদসী তে দাঁড়ায় । যেদিন টাকা দিয়ে খাদ্য না পাইবে ওরা  ওই দিন বুঝবে অর্থের মূল্য নাই বেঁচে থাকার জন্য খাদ্যই যথেষ্ট , একদিন চলে যাবে সবাই ।