আমার ঝুলিতে আছে এক মুঠো গল্প,
ভাঙ্গাচোরা মেঘেদের,
আকাশের হরিজন কলোনীতে বাস ওদের,
যাযাবর বাতাস কখনো কখনো ভাসিয়ে নিয়ে যায়
সাইবেরিয়ার হিমে,
সাহারার আগুনে,
নরওয়ের সুখী জীবন নয় ওদের।
পথে পথে হাঁটি দিনরাত্রি
শুধাই জনে জনে
গল্প শুনবে গল্প
আমার গাল নেই,
আছে কিছু গল্প,
ভাঙ্গাচোরা মেঘেদের।
ওরা শোনে না,
ওদের শোনার সময় নেই,
ওদের আছে
ছুটন্ত ধূমকেতুর গল্প,
গনগনে সূর্যের গল্প,
কান ফাটানো বজ্রের গল্প,
তল্পি তল্পার গল্প,
আর প্রতারনার গল্প।
আমিও ভেঙ্গে পড়ি
আবার উঠে দাঁড়াই
আশাটাকে সাজিয়ে নেই
থরে থরে,
দিন আসবেই
আমার গল্প শোনার
আমার আঙিনা জুড়ে শোনা যাবে শত কোটি নিঃশ্বাস
রুদ্ধশ্বাস প্রতিক্ষা,
আমার গল্প শুনবে বলে,
ভাঙ্গাচোরা মেঘেদের গল্প।