ভালবাসাটাকে
তোমার আগুনে ঝলসে নেব শেষের বার,
অশেষ পুড়িয়েছি,
পুড়েছে কেবল
মেশেনি কিছু,
ঘৃণার কার্বনে ভালবাসার স্বাদ হয়েছে বিস্বাদ,
মুছে গেছে কপোতের পায়ের দাগ
ফেরেনি দখিনা বাতাস,
কেবলি ছুঁয়ে গেছে কালো মেঘ,
বৃষ্টি হয়নি ছিঁটে ফোঁটাও,
এদ্দিনে হয়তোবা তোমার হৃদয়ের নোনা ভূমিতে
দাগ কেটেছে অনিবাসী বসন্ত,
উত্তরের আকাশ
কালো করে হয়তো ফিরেছে পরিযায়ী পাখিরা,
কৃষ্ণ মেঘগুলো মনে হয় পথ হারিয়েছে ঝুম বৃষ্টিতে,
তাইতো ভালবাসাটাকে কাবাব রসে
ঝুলিয়েছি শিকে,
তোমার আগুনে মিশবে শেষে
গোধূলী লগ্নে।