তুমি আমায় শিখিয়েছিলে শক্তির অবিনাশিতাবাদ,
তুমিই বলেছিলে কাঠ পুড়লে ছাই হয়,
মাটি পুড়লে ইট,
দিন পুড়ে রাত হয়,
মাঠ পুড়লে মরুভূমি,
কখনো বলোনি ভালবাসা পুড়লে কি হয়,
দেখিয়ে দিয়েছ নিয়ত,
আমার ভালবাসাকে পুড়িয়ে তৈরী করেছো
এক পৃথিবী ঘৃণা।