ভালবাসার আগুন সেই কবে গেছে নিভে,
পুড়ে হয়েছে ছাই,
সেই ভস্ম রাখি যতনে
কভু জ্বলে ওঠে এই অসাড় হৃদয়ে।