তোমার পত্র পাইনি আমি,
তুমি দিয়েছ পত্র,
মেঘদূতে,
আকাশের নীল খামে,
এই ঠিকানায় নেই কোন পদচিহ্ন,
মেঘগুলো ফিরে গেছে পূবে,
আমারে না পেয়ে,
শ্বেত কপোতে দিয়েছ পত্র,
কাঞ্চনজঙ্ঘার বাঁকে,
আমার আঙিনায় সময়ের মুমূর্ষু শরীর,
আমি গেছি আষাঢ়ুর হাটে
এক ঝুড়ি নিঃশ্বাস কিনি,
সেই নিঃশ্বাসে যদি নিঃশ্বাস ফেরে,
কপোত উড়ে গেছে সেগুনের বনে,
আঙিনা শূন্য পেয়ে,
পত্র দিয়েছ তুমি ,
ফিনিক্সের ডানায় বেঁধে,
আমি বর্ষা ধরতে গেছি সেদিন.
ডাহুকের বিলে,
ফিনিক্স ফিরে গেছে ভস্মে,
ভূঁইকে একলা পেয়ে,
এই ডাঙায় সবাই পত্র পায়
অনন্ত গোধূলি লগ্নে,
কেবল তোমার পত্র পাইনি আমি।