আমি তোমায় দিলাম গন্ধহীন লাল শাপলা,
সে দিল স্মার্ট ফোন
দামী আর ভারী যন্ত্রদানব,
লাল শাপলার ওজন কিইবা,
ভারী সেলুলারের ভারে তুমি আমার শাপলাকে হালকা করে চলে গেলে স্মার্ট ফোনে,
মূল্য দিয়ে কেনা তো!
বললাম ভালবাসি তোমায়,
শুকনো ভালবাসা পছন্দ নয় তোমার
ঠোঁট ওল্টালে তুমি,
ভেজা আর ভারী ভালবাসা তোমায় নিয়ে গেল উজ্জ্বল জোহানেসবার্গ কিম্বা নিউইয়র্কে,
পড়ে রইল লাল শাপলা আর শুকনো ভালবাসা
গাঁয়ের এক কোনে,
সেখানেই বেঁধেছি ঘর,
যদি আমার শুকনো ভালবাসাকে কভু পড়ে মনে
ফেরনি তুমি,
পরিযায়ী পাখিদের কাছে কোন বার্তাও পাঠাওনি,
মেঘদূতকেও বলনি কোন কথা,
ওরা আসে যায়,
তোমায় আনে না,
আনে নিকষ কালো রাত্রি আর ফর্সা সকালকে।