জানালা দিয়ে পরিনত আকাশ দেখি,
দেখি কিছু মৃত্যু,
বুক চিতিয়ে বলতে পারিনা ,
এ মৃত্যুগুলোকে আমরা চাষ করিনি,
এ ফসল তোমাদের,
তিল তিল করে জীবনের বনায়ন করেছি,
তোমরা বুনে গেছ কেবল তির তির মৃত্যুগুলোকে,
জীবনের হাইওয়েতে ছোবল মারে,
উগরে দেয় নিউরোটক্সিন,
অপরিনত মৃত্যুগুলো।