ওদের ভালোবাসার গল্প শুনলে
ভয়ে পথ ছেড়ে দেই,
চোখের মানচিত্রটা সমতল,
কোন বৃষ্টি নেই,
শরীরে শরীরে হালাকুর উদারতায়
বেশ মুগ্ধ হয় দখিনা বাতাস,

এ জনপদের ওরা গিলোটিন বেচে
আর বেচে কালবোশেখী
সাঁঝ ডুবে গেলে
বেচে অনায়াস উষ্ণ জোয়ার।