এ নিথর রাজপথে মিছিলের নিনাদ নেই বহুকাল,
মৌন ভ্যাম্পায়ার আর গিরগিটির নিঃশ্বাসে
কষ্টগুলো ফসিল হয়ে গেছে আদ্যপান্ত,
দখিনা বাতাসে কেবলই ভেসে আসে
যন্ত্রণার গন্ধ,
এ নিথর রাজপথে গনগনে পদধ্বনি নেই বহুযুগ,
পৌরানিক আপত্তি ভেঙ্গে রাত বিরেতেও
ছুটে বেড়ায় সীজারের রথ,
ভীম বেগে তুলে নেয় সারমেয় আর পিঁপড়েদের আহার
দুর্বল গোত্র আর দুর্বল ক্ষত্রিয়,
এ নিথর রাজপথে নেই কোন জীবিত মানুষের চলাফেরা,
শুনতে পাই ফিরে না আসা মানুষের চীৎকার
মৃত্যু ব্যথায় কাঁপে উত্তরের বাতাস,
আর কাঁপে ভালবাসার প্রতিধ্বনি ক্ষণে ক্ষণে।