ভালবাসা বিক্রি করে নিঃসঙ্গতা কিনেছি
খানিকটা,
খুব বেশী নয়,
ভালবাসার ওজনে যতটুকু পাই,
বহুকাল ভেজা হয়নি কো
নিঃসঙ্গতায়
বিচিত্র সঙ্গ,
শূন্যতার খাতায় শুন্য,
নিঃসঙ্গতা আসে
জোছনা   সাথে,
হাতছানিতে ডাকে দিঘল রজনীতে,
আমি সাড়া দেই,
শূন্য হাতে,
নিঃসঙ্গতায় ডুবি
ভালবাসার পাশে।