বিভ্রান্ত আমি
ক্রমশঃ ছিঁড়ে ফেলছি
আমার বিবেক,
আর মাংশাসীরা খুলে নিচ্ছে দেশীয় গুপ্তধনের খোলস
সীমান্তের প্রান্তে
কোথাও,

আমি জানি গভীর রাতে
এখানেই সংকীর্ন পথ জন্ম নেয়,
ঐ পথটা অমরাবতীতে
চলে গেছে বহু যুগ,

আর লোকমুখে শুনেছি
মধ্যডাঙায়
শাসনযন্ত্রে কি একটা অচেনা রোগ ধরা পড়েছে,
বহু কাল যাবৎ অচেতন পড়ে আছে
পাড় মাতালের মত ,

এবং উদভ্রান্ত আমরা
খুঁজে নিচ্ছি বিউটি হাউজ
অথবা জেন্টস পার্লার
নিজেদের সাজাচ্ছি
কিছু অতিমানবের ডাইনিং এ
অথবা পিরানহাদের গুহায়,

বসন্ত সবখানে হানা দেয়,
কেবল ছোঁয়না এই মৃত তেপান্তর
এখানে আসে শকুন
আর মাছিরা
অনবরত।