মৃত নক্ষত্রের মত একদিন মুছে যাবো
এ অগভীর পৃথিবী থেকে
আমার মৃতদেহের চারিপাশে বইবে যে বাতাস
মনে হয় আমি তাকে বহুকাল ধরে চিনি
টেনে আনবে
আমার ধূসর কংকাল
যখন হলুদ জোছনা শুকিয়ে যাবে সকালের কোঠায়
বিভক্ত বিজ্ঞানীরা করবে শোরগোল
শিশির মাড়িয়ে
আসবে একদিন আমার অস্থির শিয়রে
তারপর বহুকাল বেঁচে রবো
রসহীন ল্যাবরেটরীতে।